মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:৫৭:৪৯

এই নতুন কায়দাতেই এটিএম থেকে আপনার টাকা হাতাচ্ছে চোরেরা

এই নতুন কায়দাতেই এটিএম থেকে আপনার টাকা হাতাচ্ছে চোরেরা

এক্সক্লুসিভ ডেস্ক: প্রশাসন যদি চলে ডালে ডালে, তাহলে চৌর্যবৃত্তিধারীরা যেন চলে পাতায় পাতায়। এটিএম থেকে টাকা চুরির নিত্যনতুন কৌশল আবিষ্কার করেই চলেছে তারা। নানা কায়দায় এটিএম থেকে চোরেরা টাকা হাতিয়ে থাকে। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারকের বা চোরের পাল্লায় পড়ে টাকা খুইয়েছেন অনেকেই। পুলিশ প্রশাসনের তরফে ক্রমাগত এই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টাও চালানো হয়। কোন কোন উপায়ে চোরেরা এটিএম থেকে টাকা হাতিয়ে থাকে তা জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করার প্রচেষ্টা চলে। কিন্তু প্রশাসন যদি চলে ডালে ডালে, তাহলে চৌর্যবৃত্তিধারীরা যেন চলে পাতায় পাতায়। এটিএম থেকে টাকা চুরির নিত্যনতুন কৌশল আবিষ্কার করেই চলেছে তারা।

এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে একটি ভিডিও, যেখানে দেখানো হচ্ছে কীভাবে এক নতুন কায়দায় এটিএম থেকে টাকা চুরি করছে চোরেরা। এক্ষেত্রে চোরেরা এটিএম থেকে টাকা বেরনোর জন্য যে জায়গাটি থাকে তার সামনে লাগিয়ে দিচ্ছে একটি ধাতব প্যানেল। এমনভাবেই প্যানেলটি লাগানো হচ্ছে যে প্যানেলটিকে মেশিনেরই একটি অংশ বলে মনে হবে। আর এটিএম থেকে স্লিপ বেরনোর অংশটিতে লাগিয়ে দেওয়া হচ্ছে স্বচ্ছ একটি সেলোটেপ। এমনভাবেই গোটা বিষয়টি সাজিয়ে রাখা হচ্ছে যে যিনি টাকা নিতে আসছেন, তিনি কোনও কিছু সন্দেহই করবেন না। তিনি স্বাভাবিকভাবেই কার্ড সোয়াইপ করছেন, পিন নাম্বার দিচ্ছেন, টাকার অ্যামাউন্ট বসাচ্ছেন এবং তারপর অপেক্ষা করছেন টাকা বেরবে বলে। কিন্তু টাকা আর বেরচ্ছে না। বেরচ্ছে না কোনও স্লিপও। আসলে মেশিন থেকে টাকা বেরিয়ে জমা হয়ে যাচ্ছে ওই ধাতব প্যানেলে। আর স্লিপটি আটকে যাচ্ছে সেলোটেপে। কিন্তু সেসব কিছুই জানছেন না টাকা তুলতে আসা মানুষটি। তিনি মেশিন খারাপ মনে করে চলে যাচ্ছেন টাকা না নিয়েই। কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার পরেই সুযোগ বুঝে চোরেরা এসে ধাতব প্যানেল খুলে বার করে নিয়ে যাচ্ছে টাকা। কাজেই এবার থেকে এটিএম-এ টাকা তুলতে গেলে সতর্ক থাকুন। প্রথমেই ভাল করে খেয়াল করুন, কোনও আলাদা প্যানেল টাকা বেরনোর অংশটিতে লাগানো রয়েছে কি না। যদি থাকে, তাহলে পুলিশে বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে অবিলম্বে জানান। টাকা না পেলে এবং সেই সঙ্গে স্লিপও না বেরলেও ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পাশাপাশি এই খবর শেয়ার করে অন্য মানুষকেও সতর্ক করুন।-এবেলা
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে