এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেট মানেই সকলের কাছে জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। ইন্টারনেটে কত সংখ্যক ওয়েবসাইট রয়েছে? এই প্রশ্ন যদি করা হয় আপনাকে তবে! উত্তর পাওয়া খুব মুশকিলের ব্যপার। তার কারণ প্রতিদিন ইন্টারনেটে যোগ হচ্ছে নতুন নতুন সব ওয়েবসাইট।
প্রয়োজনীয় তথ্য ও পরিসেবা পেতে মানুষ এখন ওয়েবসাইটের ওপর নির্ভরশীল। কারণ কাঙ্ক্ষিত তথ্য কিংবা যে কোনও পরিসেবা ইন্টারনেটে এক ক্লিকে পাওয়া যাবে। কিন্তু এটা জানেন কী যে, ইন্টারনেটে এমন ধরনের ওয়েবসাইটও রয়েছে যেগুলো ভিজিট করলে রাগে আপনার মাথা গরম হয়ে যেতে পারে।
তেমনই একটি সাইট হচ্ছে, এন্ডলেস ডট হর্স। যার বাংলা অর্থ, যে ঘোড়ার শেষ নেই। এন্ডলেস ডট হর্স সাইটে থাকা ঘোড়াটির পা দেখার ইচ্ছে যদি আপনার থেকে থাকে তবে আপনার ছুটির দিন দেখে বসে পরুন। আপনার সারাদিন নষ্ট করে দিতে পারে এটি। কিংবা এমনও বলা যেতে পারে আপনার সারাজীবনের সময়ও বরবাদ করে দিতে পারে। এবার ঘোড়ার পা দেখার দায়িত্ব আপনার নিজের উপর। -কলকাতা২৪।
০৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম