বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৪:৩৩:২৩

এবার ফেসবুকে আসছে ইটুই এনক্রিপশন

এবার ফেসবুকে আসছে ইটুই এনক্রিপশন

এক্সক্লুসিভ ডেস্ক: হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুকে আসছে ইটুই এনক্রিপশন। আপনি এবং আপনার বিশেষ  বন্ধুর সঙ্গে  জরুরি কোনও আলোচনা করছেন যা একদম ব্যক্তিগত৷ আর এই কথোপকথনকে নিরাপদ রাখার দায়িত্ব নিল ফেসবুক। এই বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা হয়েছিল।

আর এবার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক। জানা গিয়েছে, মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ মেসেজকে নিরাপদ রাখতে পারবেন৷ এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে মেসেজ৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে। যদিও এই এনক্রিপশন কেবল একজন  থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে৷ গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। -কলকাতা২৪
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে