এক্সক্লুসিভ ডেস্ক: মোটে ১৫ সেকেন্ড চার্জ দিলেই বাস দৌড়বে টানা ২ কিলোমিটার। অনন্য এই নয়া প্রযুক্তির বাস এনে বিশ্ববাজারে আলোড়ন ফেলে দিতে চলেছে জেনিভায়। সামনের বছর থেকেই বাজারে চলে আসবে এই অত্যাধুনিক বাস। এই প্রযুক্তি ভারতে ব্যবহার করা হলে, বাতাসে কার্বন নির্গমণ কমবে এক লাফে ৩৭ লক্ষ টন।
এক নজর দেখলে এই বাসগুলিকে সাধারণ ইলেকট্রিক ট্রলি বাসের মতোই মনে হব। ইউরোপের শহরগুলিতে যেগুলি হামেশাই চোখে পড়ে। তবে, বাসটির মাথার দিকে নজর ঘোরালে দেখা যাবে যে, একটি হাতল দিয়ে বাসটি ওভারহেড লাইনের সঙ্গে যুক্ত করা রয়েছে। মাত্র ১৫ সেকেন্ড চার্জ দিলেই ৬০০ কিলোওয়াট শক্তি সংগ্রহ করতে পারে বাসগুলি। আর তারপরই ১৩০ জন যাত্রী নিয়ে ছুটতে পারে ২ কিলোমিটার রাস্তা। বাস টার্মিনালে বাসটিকে ফুল চার্জ করতে সময় লাগে সাকুল্যে ৪-৫ মিনিট। এই বাসগুলি চালু হলে, ২৩টি রুটে চলবে ও দিনে ১০,০০০ যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে। জেনিভার
সরকারি পরিবহণ সংস্থা, প্রযুক্তি দপ্তর ও বিদ্যুত্সংস্থা SIG ও ABB-র মিলিত প্রচেষ্টায় এই বাস তৈরি করা হচ্ছে।
ভারতে প্রায় দেড় লক্ষ ডিজেল বাস চলে। এই সব বাসকে যদি বিদ্যুত্নির্ভর করে তোলা যায়, তবে বছরে প্রায় ৩৭ লক্ষ টন কার্বন নির্গমণ রুখতে পারবে।-এই সময়
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস