বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৯:৫৯:৪৪

গোটা তাজমহলের গায়ে লেপে দেওয়া হবে মাটি!

গোটা তাজমহলের গায়ে লেপে দেওয়া হবে মাটি!

এক্সক্লুসিভ ডেস্ক: ব্যাকগ্রাউন্ডে তাজমহল রেখে ছবি তোলাটা বোধহয় স্বপ্নই রয়ে গেল, অন্তত এক বছরের জন্য। তাজমহলের গা থেকে হলদেটে ভাব সরানোর জন্য মাটি দিয়ে ঢেকে ফেলা হলে সপ্তদশ শতকের এই শ্বেতপাথরের ‘আশ্চর্য’। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে জানা গিয়েছে, এই কাজ করার সময় লোহার জালে ঢেকে ফেলা হবে তাজমহলের মূল অংশ। আর পুরো প্রক্রিয়াটা করতে সময় লাগবে এক বছরেরও বেশি।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে হবে এই কাজ। তাজমহলের ক্ষতি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। দূষণের জন্য কালো ও হলুদ ছোপ পড়তে শুরু করেছে তাজমহলের মার্বেলে। এই বিষয়ে কেন্দ্রকে নোটিশও দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। চারপাশের মিনারগুলিতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এবার কাজ হবে মূল অংশে।

ঠিক যেভাবে মুখের রঙ উজ্জ্বল করতে মেয়েরা মুখে মুলতানি মাটি লাগায়, সেই পদ্ধতিতেই তাজমহলের গায়েও লাগবে মাটি। ২ মিলিমিটার পুরু মাটির স্তর লাগানো হবে তাজমহলের গায়ে। এরপর সেটা শুকিয়ে গেলে নরম নাইলন ব্রাশ দিয়ে পরিষ্কার করা হবে তাজমহল। আমেরিকা ও ইতালিতে এই পদ্ধতি আগে ব্যবহার করা হয়েছে।-কলকাতা২৪
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে