মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১১:৪৫:৩০

কার্টুন বিক্রি হচ্ছে ৯ মিলিয়ন ডলারে

কার্টুন বিক্রি হচ্ছে ৯ মিলিয়ন ডলারে

এক্সক্লুসিভ ডেস্ক : 'টিনটিন' মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বেলজিয়ামের কার্টুনিষ্ট হার্জ ফিটেডের বিরল হাস্যরসাত্মক চিত্রকর্ম একেঁছিলেন ১৯৩৬ সালে। টিনটিন তার ‘দ্য ব্লু লোটাসে আঁকা।

ওই কার্টুন বইয়ের চিত্রকর্মে দেখা যাচ্ছে সাংহাইয়ের তুষারময় একটি পথে সাহসিকতার সঙ্গে টিনটিন ও একটি কুকুর দৌড়াচ্ছে। ছবিটি মঙ্গলবার হংকং এর একটি মার্কেটে নিলামে ৯.৬ মিলিয়ন হংকং ডলারে বিক্রি হয়েছে।

ফ্রান্সের চিত্রকর্ম নিলাম হাউজ আর্টকোরিয়াল, টিনটিনকে নিয়ে এই নিলামের আয়োজন করে। এশিয়ার একজন সংগ্রাহক এটি সংগ্রহ করেছেন। আর্টকোরিয়াল হাউজের বিশেষজ্ঞ ইরিক লেরি বলেন, ‘দ্য ব্লু লোটাস’ চিত্রশিল্পী হার্জের অন্যতম একটি চিত্রকর্মের বই। এই বইয়ের সবগুলো চিত্রকর্মই নিলামে বিক্রি হবে।

লেরি আরো বলেন, টিনটিনের মতো অন্য চিত্রকর্মও ৮.৬-১৩ মিলিয়ন হংকং ডলারে বিক্রি হবে বলে ধারণা করছে আর্টকোরিয়াল। ১৯৩৭ সালের মে মাসে ফ্রান্সের প্যারিসে ৩.৪ মিলিয়ন ডলার বিক্রি হয়েছিল টিনটিন। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি এটি ক্রয় করে নিজের সংগ্রহে রেখেছিলেন। সূত্র: এএফপি
০৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে