শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৭:০৬:০৭

শুধু ছবি নয়, এখন ভিডিওতেও প্রিজমা

শুধু ছবি নয়, এখন ভিডিওতেও প্রিজমা

এক্সক্লুসিভ ডেস্ক: ছবির পর ভিডিওতেও জাদুকরি ফিল্টার যুক্ত করার সুবিধা আনল প্রিজমা। এখন আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। আইওএস প্ল্যাটফর্মে প্রিজমা অ্যাপটি ১৫ সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিওতে ফিল্টার যুক্ত করার সুবিধা দিচ্ছে। ভিডিওর জন্য এতে মোট নয়টি ফিল্টার আছে।

অ্যান্ড্রয়েড ফোনে কবে নাগাদ এই সুবিধা আসবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রিজমার উদ্যোক্তারা। তবে, ভবিষ্যতে আরও নতুন ফিল্টার যুক্ত করার কথা বলেছে তারা।

প্রিজমা অ্যাপটির উদ্যোক্তারা বলছেন, প্রিজমা অ্যাপ দিয়ে ছবি শিল্পকর্মে রূপ দিতে কিছুটা সময় লাগে। তাই প্রিজমা দিয়ে ছবি তৈরির সময় ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তারা।

এ বছরের জুন মাসে ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন প্রিজমা উন্মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমে এটি শুধু আইওএস প্ল্যাটফর্মে ছাড়া হলেও পরে অ্যান্ড্রয়েডেও উন্মুক্ত করে নির্মাতা প্রতিষ্ঠান প্রিজমা ল্যাবস। অ্যাপটিতে ৩৪ ফিল্টার রয়েছে।- দ্য ভার্জ
৮ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে