এক্সক্লুসিভ ডেস্ক: ব্যস্ত শহরে হুট করেই একটি মুরগি রাস্তা পার হয়ে গেল। কিন্তু এই সাধারণ বিষয়টি আর সাধারণ থাকেনি যখন সেটা নিয়ে রীতিমত থানা-পুলিশ কাণ্ড হয়ে গেল। ঘটনা স্কটল্যান্ডের ডান্ডি শহরের। গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় হঠাৎ করেই শহরের ইস্ট মার্কেটগেইট এলাকার একটি ব্যস্ত সড়কের এপাশ থেকে ওপাশে দৌড়ে যায় একটি মুরগি।
এ ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। তার দাবি ব্যস্ত সড়কে হঠাৎ মুরগির রাস্তা পাওয়া হওয়ার ঘটনায় গাড়ি চালকদের মনোসংযোগে বিঘ্ন ঘটতে পারে, যা থেকে হতে পারে দুর্ঘটনা।
অভিযোগের পর পুলিশ মুরগিটিকে আটক করে পুলিশ স্টেশনে নিয়েছে এবং এটির মালিকের সন্ধান করা হচ্ছে। একই সাথে তারা এই ঘটনার বিষয়ে তথ্য সরবরাহ করতে প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুক করে একজন লিখেছেন, তিন ইউনিফর্মধারী ব্যক্তিকে মুরগটিকে ধাওয়া করতে দেখেছেন স্থানীয় অধিবাসীরা।-বিবিসি
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস