রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৫:২৩:৫৯

নারীচরিত্রের যে দিকগুলি সম্পর্কে সাবধান করে গিয়েছেন স্বয়ং রাবণ

নারীচরিত্রের যে দিকগুলি সম্পর্কে সাবধান করে গিয়েছেন স্বয়ং রাবণ

এক্সক্লুসিভ ডেস্ক: নারীচরিত্র তাঁর নখদর্পণে। তিনি নারীর ৮টি দোষকে চিহ্নিত করেন, যা পুরুষের জীবনকে দুর্বিষহ করে তোলে বলে তিনি জানান।

মহাকাব্য ‘রামায়ণ’-এর খলনায়ক রাবণ যে একজন মহাজ্ঞানী ব্যক্তিত্ব, তা রামায়ণকার বাল্মিকী কোথাও গোপন রাখেননি। রাবণের সীতাহরণের ঘটনার পিছলেও ক্রিয়াশীল ছিল এমন সব কারণ, যা থেকে তাঁকে একজন নারীলিপ্সু, কামান্ধ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায় না। মহাদেব শিবের অন্যতম প্রধান ভক্ত রাবণ বিস্তর শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তাঁর উপলব্ধির স্তরও ছিল অসাধারণ।

সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসার পরে রাবণের মহিষী মন্দোদরী তাঁকে তাঁর কৃতকর্মের জন্য তীব্র ভর্ৎসনা করেন। এবং সীতাকে তাঁর স্বামী রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিতে বলেন। রাবণ মন্দোদরীর অনুদেশ মানতে অসম্মত হন। এবং জানান, নারীচরিত্র তাঁর নখদর্পণে। তিনি নারীর ৮টি দোষকে চিহ্নিত করেন, যা পুরুষের জীবনকে দুর্বিষহ করে তোলে বলে তিনি জানান।

রাবণের মতে—

• নারীর সাহসিকতা প্রশংসার্হ। কিন্তু ওই সাহসই অনেক সময়ে নারীর জীবনে বিপদ ডেকে আনে। অনেক ক্ষেত্রেই এই সাহস তাকে তার অধিকারের গণ্ডির বাইরে নিয়ে যায়। অনেক সময়ে ভুল জায়গায় সাহস প্রদর্শন করে নারী বিপদে পড়ে।

• জীবনকে সহজভাবে গ্রহণের একটা প্রবণতা নারীর মধ্যে রয়েছে। কিন্তু এই কারণে সে বিপদেও পড়ে। তার এই জীবনদর্শনে পুরোপুরি আস্থা রাখলে পুরুষেরও বিপদ।

• নারীকে বিভ্রান্ত করা সহজ। তার ভাবনাকে কেন্দ্রচ্যুত করা খুবই সহজ। তাকে ভুল বুঝিয়ে স্বার্থসিদ্ধি করা আরও সহজ।

• নারী তার জীবনে কখনও না কখনও ষড়যন্ত্রের অংশভাক হয়ে পড়ে। তার ব্যক্তিগত স্বার্থ এই ষড়যন্ত্রে কতটা রক্ষিত হয়, সেটা সে ভাবে না। তবে এই ষড়যন্ত্রের বিষয়টা প্রত্যেক নারীর জীবনে একবার অন্তত ঘটেই।

• নারীর চরিত্রে ভয় ও সাহস একই সঙ্গে ক্রিয়া করে। এই যদি সে সাহসী, তো পরের মুহূর্তেই ভীত। আসলে তার বাসনাই এই দোলাচলের মধ্যে দিয়ে তাকে নিয়ে চলে। ফলে সে সহজেই শত্রুদের কাছে নত হয়।

• সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে নারী বেশিরভাগ সময়েই নির্বুদ্ধিতার পরিচয় দেয়। ভুল মানুষের প্রতি বিশ্বাস জ্ঞাপন করেও সে বিপদ ডেকে আনে।

• স্বভাবে নম্র নারীর মধ্যেও সুপ্ত থাকে দারুণ নিষ্ঠুরতা। মাঝেমাঝেই তার বহিঃপ্রকাশ ঘটে। একই নারী একই সঙ্গে কারোর প্রতি মমতাময়ী আবার কারোর প্রতি চরম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন।

• অতীব সুন্দরী নারীর মধ্যেও অপরিচ্ছন্নতা থাকে। সেটা অনেক সময়ে প্রকাশ হয়ে পড়ে। এবেলা

০৯ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে