বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ১১:৩৩:২১

৮৬৬ কেজির কুমড়া!

৮৬৬ কেজির কুমড়া!

এক্সক্লুসিভ ডেস্ক : শুনেই চোখ কপালে ওঠার অবস্থা। কুমড়াও এত বড় হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় আকৃতি ও ওজনের একটি প্রতিযোগিতায় ৮৬৬ কেজির ওই কুমড়ার খোঁজ মিলল। আর প্রতিযোগিতায় আসরে ওই কুমড়াটি এনে পুরস্কার জিতে নেন ওয়াশিংটনের শিক্ষিকা চিনডি তোবেক।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনের বাসিন্দা তোবেক পুরস্কার জেতার পর জানান, এপ্রিলে রোপণ করার পর থেকে কুমড়াটি ধীরগতিতে বেড়ে ওঠে। কুমড়াটি এত বড় হওয়ার রহস্য সম্পর্কে জানতে চাইলে ৪২ বছর বয়সী ওই শিক্ষিকা জানান, সঠিক বীজ ব্যবহার করাতেই কুমড়াটি এত বড় হয়।
১২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে