বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০২:০৮:৩৭

মুসলমানদের সোনালী যুগের সেই নীল হীরা উঠল নিলামে

মুসলমানদের সোনালী যুগের সেই নীল হীরা উঠল নিলামে

এক্সক্লুসিভ ডেস্ক : ১৬৮৪ সালের অর্থাৎ অটোমান সাম্রাজ্যের সময়কার ১২ ক্যারাটের একটি নীল হীরা নিলামে ওঠানো হয়েছে। লন্ডনের সদবি নিলাম ঘরে সম্প্রতি এই নিলাম অনুষ্ঠিত হয়।

সাধারণত নীল হীরা পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কুলিনান খনিতে। এর আগে কুলিনান থেকে পাওয়া একটি হীরা ঠাঁই পেয়েছিল সম্রাট জাহাঙ্গিরের গলায়। সেই হীরাও ব্লু নামে নিলাম হয়েছিল। লন্ডনেই দাম উঠেছিল তিনশ' তিন কোটি টাকা। সেটি ছিল কয়েক বছর আগের ঘটনা।

এবার ফের নিলামে উঠলো আরও একটি নীল হীরা যা অটোমান সাম্রাজ্যের সময়কার। রাশিয়ান এক রানী উপহার দিয়েছিলেন অটোমন সম্রাট আহমেদকে। এমাল্ড কাটের সেই হীরার রং তবে গাঢ় নীল নয়, শরত্‍ এর আকাশের মত। নিলামকর্তাদের দাবি আকাশি নীল এই হীরার দাম উঠবে আকাশ ছোঁয়া।
১২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে