এক্সক্লুসিভ ডেস্ক: বাংলাদেশের মতো দেশ গুলো যেনো তাদের ব্যবসায়ীক শাখা-প্রশাখা এ অঞ্চলে ছড়িয়ে দিতে পারে সে লক্ষ্যে ফেসবুক বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ খবর জানিয়েছেন ফেসবুকের আঞ্চলিক অফিস সিঙ্গাপুরের জ্যেষ্ঠ মিডিয়া রিলেশনশিপ অফিসার ফার্গস হেয়ার। ডেইলি স্টার এ তথ্য জানিয়েছে।
বিশেষ দায়িত্ব হিসেবে ফার্গস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফেসবুকের ক্রিয়েটিভ শপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানিয়েছেন, ফেসবুক এমন কিছু কনটেন্ট তৈরি করছে যেগুলো সেকেন্ড জেনারেশন (টুজি) ফোনে সহজে সাপোর্ট করবে। এটা বাংলাদেশের মানুষেরও বেশ কাজে আসবে। কেননা, বাংলাদেশের অধিকাংশ মানুষই এ ফোন ব্যবহার করে। আমাদের এই সাপোর্ট অনেক কম দামের ফোনেও পাওয়া যাবে। যেটা মার্কেটিংয়ের লোকদের উপকারে আসবে বলে আমরা মনে করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ১১ কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। আপনাকে নিয়ে যতো আলোচনা হবে বাজারে আপনার অবস্থান ততো ভালো হবে।
তাছাড়া, বাংলাদেশে ৬ কোটি ৩৩ লাখের অ্যাকটিভ ইন্টারনেট ব্রাউজার রয়েছেন। যাদের মধ্যে ৬ কোটিই মোবাইল ফোনের সাহায্যেও ইন্টারনেট ব্যবহার করছেন। এটা মনে রাখবেন, ফেসবুক যখনই কোনো প্রোডাক্ট বাজারে আনে-সেটা যেনো সব ধরণের মোবাইল ফোনে ব্যবহার উপযোগী হয় সেটাও পরীক্ষা করে দেখা হয়।-কালের কণ্ঠ
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস