এক্সক্লুসিভ ডেস্ক: রূপ বদলে যাচ্ছে ট্রেনের। শুধু এক্সপ্রেস ট্রেন নয়, প্যাসেঞ্জার ট্রেনের চেহারাতেও আসবে বদল। ভারতীয় রেল সূত্রে খবর, রেলের কোচে ছাদ হবে কাঁচের। মাথার উপর তাকালেই দেখা যাবে উন্মুক্ত আকাশ। পাশাপাশি প্রতিটি ট্রেনে থাকবে ইনফোটেনমেন্ট সিস্টেমও।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন (IRCTC) জানিয়েছে, তাদের সঙ্গেই ‘গ্লাস টপ সিলিং’ নিয়ে কাজ করছে রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO) ও পেরাম্বুরের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। জানা গিয়েছে, এ বছর ডিসেম্বরেই প্রথম দেখা যাবে কাচের ছাদ দেওয়া কোচ। পেরাম্বুরের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে প্রথমদফায় তিনটি কোচ নামানো হবে।
আইআরসিটিসর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর একে মানোচা জানিয়েছেন, তিনটি কোচের একটি দেখা যাবে কাশ্মীর উপত্যকায়। অন্য দুটি কোচ চলবে দক্ষিণ-পূর্ব রেলের আরাকু উপত্যকায়। আইআরসিটিসি সূত্রে খবর, পর্যটনের কথা মাথায় রেখেই এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য এক একটি কোচ বানাতে রেল খরচ করবে চার কোটি টাকা। সুইজারল্যান্ডের মতো কিছু দেশে কাঁচের ছাদযুক্ত ট্রেন থাকলেও ভারতে এই ধরনের ট্রেন কিন্তু এই প্রথম।-কলকাতা২৪
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস