এক্সক্লুসিভ ডেস্ক: একটি বিশেষ কাজে ভারতীয়রা পৃথিবীতে সর্বাধিক রোজগার করছেন বলে তথ্য মিলেছে। এবং এই কাজে তাঁরা পিছনে ফেলে দিয়েছেন আমেরিকা এবং মেক্সিকোর মতো দেশকেও।
এমন অনেক ক্ষেত্রই রয়েছে যেখানে ভারতীয়রা পৃথিবীর অন্যান্যদের পিছনে ফেলে দিয়ে থাকেন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে একটি নতুন বিষয়। একটি বিশেষ কাজে ভারতীয়রা পৃথিবীতে সর্বাধিক রোজগার করছেন বলে তথ্য মিলেছে। এবং এই কাজে তাঁরা পিছনে ফেলে দিয়েছেন আমেরিকা এবং মেক্সিকোর মতো দেশকেও।
কাজটি ফেসবুক সংক্রান্ত। ফেসবুক একটি বিশেষ প্রোগ্রাম চালায় যার নাম বাগ বাউন্টি প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য হল, ফেসবুকের বিভিন্ন বাগ খুঁজে বার করা। বাগ হল কোনও সফটওয়্যার বা হার্ডওয়্যারের এমন একটি ত্রুটি, যা কোনও একটি প্রোগ্রামকে ঠিকমতো চলতে বাধা দেয়। ফেসবুক নিজেদের প্রোগ্রামকে ঠিকঠাক চালানোর জন্য বাগ বাউন্টি প্রোগ্রামটি পরিচালনা করে। এই প্রোগ্রামের নিয়ম অনুসারে, কেউ ফেসবুকে কোনও বাগ খুঁজে বার করতে পারলে তাঁকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে ফেসবুক।
ফেসবুকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ২০১৬ সালে এই বাগ অনুসন্ধানের কাজে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতীয়রাই। এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৪৯ জন ভারতীয় গবেষককে মোট ৬১১৭৪১ ডলার পারিশ্রমিক হিসেবে দিয়েছে ফেসবুক। টাকার অঙ্কে এই পরিমাণ ৪.৮৪ কোটির কাছাকাছি। ফেসবুকের বক্তব্য অনুযায়ী, ‘‘৯০০০ রিপোর্ট আমরা পেয়েছি ২০১৬-র প্রথমার্ধে।... সবচেয়ে বেশি রিপোর্ট এসেছে ভারতীয়দের কাছ থেকে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে আমেরিকা ও মেক্সিকো নিবাসীরা।’’
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশেষ কাজটিতে ভারতীয়দের সাফল্যের অন্যতম কারণ হল, ফেসবুকের গ্রাহক-সংখ্যার বিচারে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। প্রতি মাসে ১৫৫ মিলিয়ন ভারতীয় ফেসবুক ব্যবহার করেন। আর দৈনিক ৭ কোটি ৭০ লক্ষ ভারতীয় ফেসবুক ব্যবহার করে থাকেন। এত বেশি সংখ্যক ভারতীয় ফেসবুকে রয়েছেন বলেই বাগ বাউন্টি প্রোগ্রামেও ভারতীয়রাই এগিয়ে থাকতে পারছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।-এবেলা
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস