শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১১:০৯:২১

জেনে নিন, ৪ ব্লেডের ফ্যান ব্যবহারের আসল কারণ

জেনে নিন, ৪ ব্লেডের ফ্যান ব্যবহারের আসল কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : ফ্যান সাধারণত তিন ব্লেডেরই হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে দুই একটি ফ্যান চোখে পড়ে যেগুলো চার ব্লেডেরই হয়ে থাকে। চার ব্লেডের হবে কেন এটা তো তিন ব্লেডের হওয়ার কথা। এ নিয়ে প্রায়ই চিন্তায় পড়ে যায় অনেকে।

বাংলাদেশে সাধারণত ফ্যান ৩ ব্লেডের হয়ে থাকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ফ্যান ৪ ব্লেডের হয়ে থাকে এবং অন্যান্য শীতল অঞ্চলেও। স্থান ভেদে ফ্যানের ব্লেডের সংখ্যার এই তারতম্য কিন্তু শুধু পৃথক ডিজাইনের জন্য নয়। এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণও।

যুক্তরাষ্ট্রে সিলিং ফ্যান ব্যবহার করা হয় এসির একটি সম্পূরক অংশ হিসেবে। ৩ ব্লেডের ফ্যানের তুলনায় ৪ ব্লেডের ফ্যান ধীরগতির হয়, ৪ ব্লেডের ফ্যান ব্যবহার করা হয় যাতে এসির বাতাস পুরো রুমে ছড়িয়ে দিতে পারে। ৪ ব্লেড ব্যাপকভাবে বাতাসের ভর সরাতে পারে।

কিন্তু বাংলাদেশে ফ্যান সাধারণত একক পণ্য হিসেবে ব্যবহৃত হয়, রুমে শীতল বাতাস দেওয়ার জন্য। তাই বেশিরভাগ ফ্যান ৩ ব্লেডের নির্মাণ করা হয় যাতে উচ্চগতিতে কাজ করতে পারে। ৩ ব্লেডের ফ্যান হালকা হওয়ায় জোরে ঘুরতে সক্ষম এবং কম বিদ্যুৎ খরচ করে।
তথ্যসূত্র: স্কুপহুপ
১৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে