শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০২:১৯:৫৭

ছিলেন সাধারণ গৃহবধূ, হলেন অর্থলোভী উচ্চাকাঙ্ক্ষী মহিলা

ছিলেন সাধারণ গৃহবধূ, হলেন অর্থলোভী উচ্চাকাঙ্ক্ষী মহিলা

এক্সক্লুসিভ ডেস্ক : ছিমছাম সাধারণ নেক্সট ডোর গার্ল হিসেবেই তাঁকে চিনত সবাই। কিন্তু গত একমাসে তাঁর পরিবর্তন দেখে সবাই চমকে গিয়েছেন! কে ইনি?

যাঁরা নিয়মিত হিন্দি টেলিভিশন অনুষ্ঠান দেখেন তাঁরা পারুল চৌহানকে চেনেন এক শ্যামবর্ণা সাধারণ গৃহবধূ হিসেবে। এই রূপেই তিনি দেখা দিতেন ‘স্বপ্না বাবুল কা বিদাই’ ধারাবাহিকে। কিন্তু গত একমাসে যেন পুরো ভোলটাই পালটে ফেলেছেন এই অভিনেত্রী। তাঁর এখনকার ছবি দেখে পরিচিতদের তাক লেগে যাওয়ার অবস্থা। স্টাইলিং তো বটেই, মেক-আপের গুণে গায়ের রংও কয়েক শেড উজ্জ্বল করে ফেলেছেন।

কিন্তু হঠাৎ এই মেকওভার কেন? শোনা যাচ্ছে, তিনি নাকি এন্ট্রি নিতে চলেছেন ‘ইয়ে রিশতা কেয়া কহলতা হ্যায়’ ধারাবাহিকে। কার্তিকের উচ্চাকাঙ্ক্ষী, অর্থলোভী সৎমা রূপে নাকি দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে অর্থাৎ কার্তিকের বাবার চরিত্রে অভিনয় করবেন সন্দীপ রজোরা। মুম্বইয়ের একটি গসিপ ম্যাগাজিন সূত্রের খবর, ধারাবাহিকের স্টোরিলাইনে নতুন থ্রেড শুরু হবে কার্তিকের পরিবার নিয়ে।

অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে অক্ষরা বা হিনা খানের স্ক্রিন স্পেস আরও খানিকটা কমবে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবেন পারুল। ঘটনার ঘনঘটাও যে হবে সেটাও বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আবারও জমজমাট হবে ধারাবাহিক। -এবেলা।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে