এক্সক্লুসিভ ডেস্ক : প্যারাগুয়ের যে গ্র্যান্ডমাস্টারকে প্রজ্ঞানন্দ পরাজিত করেছে সেই বাখম্যান আমেরিকা মহাদেশের অন্যতম সেরা দাবাড়ু।
বয়স মাত্র ১১। এই বছরের শুরুতেই সবথেকে কমবয়সে ইন্টারন্যাশনাল মাস্টার বা আইএম তকমা পেয়েছে সে। এবারে আরও বড় চমক দিল ১১ বছর বয়সি ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। তামিলনাড়ুর বাসিন্দা ভারতের এই বিস্ময়-বালক প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার অ্যাক্সেল বাখম্যানকে মাত্র ১৮ চালে পরাজিত করেছে। আমেরিকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে এই কৃতিত্ব অর্জন করেছে প্রজ্ঞানন্দ।
প্যারাগুয়ের যে গ্র্যান্ডমাস্টারকে প্রজ্ঞানন্দ পরাজিত করেছে সেই বাখম্যান আমেরিকা মহাদেশের অন্যতম সেরা দাবাড়ু। কিন্তু প্রজ্ঞানন্দের সামনে ১৮ চালের পরেই পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হন তিনি। ভারতের বিস্ময়-বালকের আক্রমণাত্মক চাল দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান এই অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার। এই টুর্নামেন্টে প্রজ্ঞানন্দের শুরুটা অবশ্য ভাল হয়নি। কারণ টুর্নামেন্টে প্রথম তিনটি গেম হেরে গিয়েছিল সে। তার পরেও অবশ্য মনোবল হারায়নি। নিজের চতুর্থ গেমে প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টারকে সহজেই হারিয়ে দেয় প্রজ্ঞানন্দ।
প্রাক্তন অলিম্পিয়ান আরবি রমেশ প্রজ্ঞানন্দের কোচ। যে টুর্নামেন্টে প্রজ্ঞানন্দ এই কাণ্ড ঘটিয়েছে, সেই ‘আইজেল অফ ম্যান’ টুর্নামেন্টটি গোটা বিশ্বের অন্যতম কঠিন টুর্নামেন্ট হিসেবে স্বীকৃত। সেখানে এই জয় তুলে নিয়ে নিজের আইএম তকমার প্রতি সুবিচার করল ভারতের বিস্ময়-বালক। যে চালগুলি দিয়ে প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টারকে হার স্বীকারে বাধ্য করেছে প্রজ্ঞানন্দ, সেই চালগুলি দিতে পারলে যে কোনও বিশ্বমানের দাবাড়ুও সম্মানিত বোধ করতেন। যেভাবে প্রজ্ঞানন্দ এগোচ্ছে, তাতে ভবিষ্যতে সে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করাই যায়। -এবেলা।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম