শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১০:২৯:৩৭

আপনার পুরনো মোবাইলের দাম ২৭ হাজার টাকা, কিভাবে পাবেন এই সুবিধা জেনে নিন

আপনার পুরনো মোবাইলের দাম ২৭ হাজার টাকা, কিভাবে পাবেন এই সুবিধা জেনে নিন

এক্সক্লুসিভ ডেস্ক: আপনার পুরনো মোবাইলের দাম এবার ২৭ হাজার টাকা! কিন্তু কীভাবে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আপনার পুরনো মোবাইলটির বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন ২৭ হাজার টাকার ছাড়।

গুগল বাজারে আনতে চলেছে দু’টি নতুন মোবাইল— পিক্সেল এবং পিক্সেল এক্সএল। ভারতে এই মোবাইল দু’টি বিক্রি ও আফটার সেলস পরিষেবার জন্য গুগল ইতিমধ্যেই হাত মিলিয়েছে এইচটিসি ও রেডিংটনের সঙ্গে।

ফ্লিপকার্টে ফোন দু’টির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। এমনিতে দু’টি ফোনেরই দাম মধ্যবিত্তের আওতার বাইরে। মধ্যবিত্ত ক্রেতাকে আকৃষ্ট করার জন্য বিশেষ বন্দোবস্ত করেছে ফ্লিপকার্ট। আপাতত তিনটি মডেল পাওয়া যাচ্ছে গুগল পিক্সেল ও গুগল পিক্সেল এক্স এল-এর। মডেল তিনটি হল ৩২ জিবি (দাম ৫৭ হাজার টাকা), ১২৮ জিবি পিক্সেল (দাম ৬৬ হাজার টাকা), এবং ১২৮ জিবি জিবি পিক্সেল এক্স এল (দাম ৭৬ হাজার টাকা)।

মডেলগুলির প্রকৃত দাম যথেষ্ট বেশি হলেও ইচ্ছুক ক্রেতারা যদি তাঁদের পুরনো মোবাইলের বিনিময়ে গুগলের এই নতুন ডিভাইস কিনতে চান, তাহলে ফ্লিপকার্ট তাঁদের ২৭ হাজার পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত।

এছাড়াও রয়েছে নো কস্ট ইএমআই-এর ব্যবস্থা। অর্থাৎ অতিরিক্ত কোনও দাম ছাড়াই মোবাইলগুলো কেনা যাবে মান্থলি ইনস্টলমেন্টে। উপরন্তু প্রথম ১০০ জন ক্রেতার জন্য থাকছে ৫৭০০ টাকার একটি ইলেক্ট্রনিক গিফট ভাউচার।-এবেলা
১৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে