শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১২:২২:৫০

পৃথিবীর এই ‘নরকদ্বার’-এ সর্বক্ষণ জ্বলছে আগুন…

 পৃথিবীর এই ‘নরকদ্বার’-এ সর্বক্ষণ জ্বলছে আগুন…

এক্সক্লুসিভ ডেস্ক: নরকের প্রবেশদ্বার বলে যদি কিছু থাকে, তা হলে তুর্কমেনিস্তানের ডারওয়েজ গ্রামের এই জায়গাকে বলা যেতে পারে। দিন-রাত একটি গর্তের মুখে জ্বলেই চলেছে আগুন। ডারওয়েজ গ্রামের আশপাশে আরও কোথাও এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না। বছরে পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা এই গর্ত জ্বলছে।

তাই স্থানীয় বাসিন্দারা এই গর্তকে নরকের প্রবেশদ্বার বলে ডাকে। কেন এই গর্তে সব সময় আগুন জ্বলে? এর পিছনে কী রহস্য রয়েছে? না কি সত্যিই এটি নরকের প্রবেশদ্বার? বিজ্ঞান কী বলছে? হয়ত এ সব প্রশ্নগুলো আপনার মনেও ঘুরপাক খাচ্ছে। তা হলে জেনে নিন সত্যিই এর পিছনে রহস্য কী?-আনন্দবাজার
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে