এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের মিসাইলম্যান এপিজে আব্দুল কালামের জন্মদিন ১৫ সেপ্টেম্বর। ২০১৫ সালের ২৭ জুলাই ৮৩ বছর বয়সে মারা যান ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। এখানে তার বিখ্যাত কয়েকটি উক্তি তুলে ধরা হল-
১. সূর্যের মতো উজ্জ্বল হতে চাইলে প্রথমে সূর্যের মতোই পুড়তে হবে।
২. প্রথম সাফল্য পেয়েই পরিশ্রমে ক্ষান্তি দিও না। কারণ, দ্বিতীয়বার ব্যর্থ হলে বরাত জোরে প্রথমে সফল হয়েছিলে বলার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছে।
৩. কোনও দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে ও সুস্থ চেতনাসম্পন্ন মানুষের দেশ হিসেবে গড়ে তুলতে চাইলে সমাজের তিন ধরনের সদস্য পার্থক্য গড়ে দিতে পারেন বলে আমি মনে করি। তাঁরা হলেন-বাবা,মা এবং শিক্ষক।
৪. সমস্ত পাখি বৃষ্টির সময় আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘ ছাড়িয়ে ওপরে ওঠে বৃষ্টি এড়ায়।
৫. প্রকৃত সাফল্য পেতে চাইলে সহজ অথচ কৃত্রিম সুখের পিছনে ছোটার চেয়ে আরও বেশি আত্মনিবেদন করতে হবে।
৬. সফল হওয়ার সংকল্প সুদৃঢ় হলে ব্যর্থতা কখনই আমাকে হতোদ্যম করতে পারবে না।
৭. স্বপ্ন পূরণের আগে স্বপ্ন দেখতে হবে।
৮. উত্কর্ষ একটা ধারাবাহিক প্রক্রিয়া, তা আকস্মিক নয়।
৯. জীবনে যতই ওঠা-পড়া আসুক না কেন চিন্তাভাবনাই তোমার মূল সম্পদ হওয়া উচিত।
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম