এক্সক্লুসিভ ডেস্ক: মানুষ জীবনে খুব কমদিনই ইচ্ছেমতো সময়ে ঘুম থেকে উঠতে পায়। বেশিরভাগ সময়ে ‘উঠতে হয়’। আর মনের ভিতরে, ঘুম থেকে না ওঠার সেই প্রবল অনিচ্ছাতেই কখনও অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া তো কখনও বার বার ‘স্নুজ’ মোডে ঠেলে দিয়ে বিছানা ছেড়ে ওঠার সময়টা পিছিয়ে দেওয়া।
ছোটবেলায় না হয় কান ধরে, পিঠে কিল মেরে ঘুম থেকে তোলার রেওয়াজ থাকে। বড়বেলায় তো আর তা হয় না। বড়জোর কাকুতি-মিনতি চলতে পারে। তাই বড়বেলায় ঘুম থেকে ঠিক সময়ে উঠতে গেলে অ্যালার্ম ছাড়া গতি নেই। ইদানীং সবাই মোবাইলে অ্যালার্ম ব্যবহার করেন যা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া খুবই সহজ।
কিন্তু ‘ইউএফও অ্যালার্ম’ বাড়িতে থাকলে বিছানা ছেড়ে উঠতে তো বাধ্য হবেনই, পাশাপাশি ঘুম ভাঙতেও বাধ্য। এই বিশেষ অ্যালার্মটি নির্দিষ্ট সময়ে শুধুই বেজে ওঠে না, সঙ্গে সঙ্গে ডেপ্লয় করে একটি উড়ন্ত চাকা। বিছানা ছেড়ে উঠে সেই উড়ন্ত চাকা ধরে তাকে অ্যালার্ম বেসে ঠিকঠাক চেপে বসাতে পারলে তবেই বন্ধ হবে আওয়াজ। অর্থাৎ অ্যালার্ম বন্ধ করতে গেলে এতটাই কসরৎ করতে হবে যে চোখ থেকে ঘুম ছাড়তে বাধ্য।
এই মজার অ্যালার্মটি পাওয়া যাচ্ছে ইবে ইন্ডিয়ার অনলাইন স্টোরে। দাম ৯৯৯ টাকা। সাইটে ঢুকে ‘ইউএফও ফ্লাইং অ্যালার্ম ক্লক’ দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন প্রোডাক্ট লিংক। ইবে ছাড়াও ফ্লিপকার্ট বা স্ন্যাপডিলেও পাবেন এই ধরনের ফ্লাইং অ্যালার্ম ক্লক, শুধু ব্র্যান্ডটা আলাদা হবে। দামের রেঞ্জও মোটামুটি ১০০০ টাকার আশেপাশে।-এবেলা
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর