এক্সক্লুসিভ ডেস্ক: আশ্চর্য উৎসব! চীনা ক্যালেন্ডার মাফিক নবম চান্দ্রমাসে এই বিশেষ উৎসব হয়। উৎসবের নাম ‘টাওইস্ট নাইন এম্পেরর ফেস্টিভাল’।
চীনা লোক কথায় আছে, নাইন এম্পেরর গড ‘জিও হুআয়াং জিং জুং’-এর নয় সন্তান ছিল। এঁদের সকলকেই পূজা করা এই উৎসবের অংশ। তবে সবচেয়ে আশ্চর্য বা ভয়ানক হল উৎসবের রেওয়াজ। এই ক’দিন একেবারে নিরামিষ খেয়ে থাকেন থাইল্যান্ড মালয়েশিয়াসহ বেশ কিছু দেশের মানুষ।
তবে এই সময়ে চলে মুখে বা শরীরে নানা রকম ধারালো অস্ত্র ফুটিয়ে ঈশ্বরের প্রতি নিজের ভক্তি জানানোর প্রক্রিয়া। রাস্তা জোড়া লোক, সকলেই মুখে পা পিঠে ফুটিয়ে রেখেছে নানা ধরণের ধাতব ধারালো জিনিস। রক্তে ভাসছে রাস্তা, হাজারো লোকের মুখে অপরেশন করানো, ছিদ্র করা। তাতেই আনন্দ, তাতেই ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করার স্বাদ পাচ্ছেন ভক্তের দল।-আজকাল
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর