এক্সক্লুসিভ ডেস্ক : মাওলানা জালাল উদ্দিন মুহাম্মাদ রুমী; জালাল উদ্দিন মুহাম্মাদ বলখি নামেও পরিচিত। বিশ্ব তাকে সংক্ষেপে রুমী নামে জানে। তিনি ত্রয়োদশ শতকের একজন ফারসি কবি, ধর্মতাত্ত্বিক এবং সুফি দর্শনের শিক্ষক ছিলেন। তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন প্রেম ও আশাবাদের কবি হিসেবে। তার রচিত মসনবী একটি অসামান্য গ্রন্থ। মসনবী থেকে গভীর পরমার্থ প্রেমের অনাবিল ও অফুরন্ত রস-ধারা উপভোগ করে পরম আনন্দ লাভ করতে পারে যে কেউ।
যখন আমার মৃত্যু আসবে
-মাওলানা জালালউদ্দিন রুমি
যখন আমার কফিন নিয়ে যাবে, তুমি কখনো এটা ভেবোনা-
আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলোনা, মুষড়ে যেওনা গভীর অবসাদে কিংবা দুঃখে-
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!
যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে, তুমি কেঁদোনা-
আমি কোথাও যাচ্ছি না, আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।
আমাকে যখন কবরে শোয়াবে, বিদায় বলো না-
জেনো, কবর কেবল একটা পর্দা মাত্র, এটা পেরোলেই স্বর্গ।
তুমি কেবল দেখো আমাকে কবরে নামতে
এখন দেখো আমি জেগে উঠছি!
কীভাবে এটার শেষ হয় সেখানে, যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?
এটা মনে হবে এখানেই শেষ,
অথচ এটা অনেকটা সূর্য উঠার মত, এটা বরং সুপ্রভাত
যখনই কবর ঢেকে দেয়া হবে- ঠিক তখনই তোমার আত্মা মুক্ত হবে,
তুমি কি কখনো দেখছ একটা বীজ মাটিতে বপিত হয়েছে, কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো- মানুষ নামের একটা বীজ জাগবে না?
তুমি কি কখনো দেখেছো, একটা বালতি কুয়ায় নামানো হয়েছে অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো একটা আত্মার জন্য, যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মত!
যখন তুমি শেষবার নৈঃশব্দে ডুববে, তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে
যেখানে কোন স্থান নেই, সময় বলে কিছু নেই!
অনুবাদ : রেজা রিফাত
১৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম