এক্সক্লুসিভ ডেস্ক : একবার ভাবুন তো, লবণ ছাড়াই তৈরি হচ্ছে সব খাবার। সেটি অনায়াসে খাচ্ছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। তা–ও এক-দুই দিন নয়, টানা ১০ বছর ধরে লবণের ধারেকাছে যাননি এ অভিনেতা। খবরটি জানিয়েছেন বলিউডের আরেক অভিনেতা রাজেশ শর্মা। গত শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এ তথ্য।
অক্ষয়ের সঙ্গে রাজেশ শর্মার ঘনিষ্ঠ বন্ধুত্ব। সে বিষয়েই জানতে চেয়েছিলেন আনন্দবাজারের প্রতিবেদক। তার উত্তরে রাজেশ শর্মা বলেছেন, ‘অক্ষয়কে দেখে ডিসিপ্লিন কাকে বলে সেটা বুঝেছি। ওটা আমি-আপনি পারব না। ওটা সম্ভব নয়। একটা মানুষ লাস্ট ১০ বছর কোনো খাবারে নুন খায়নি। নো সল্ট মানে ‘নো সল্ট’। ইয়েস। না ডাল, না সবজি—কোনো কিছুতে নুন নেই। এ রকম ডিসিপ্লিন আছে বলেই অত ফিট রাখতে পেরেছে নিজেকে এবং ও কিন্তু বাইসেপ, ট্রাইসেপ নিয়ে ভাবে না। ওর ফিটনেসটা অন্য রকম।’
রাজেশ শর্মার সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব অন্য রকম। তাকে পেলে অক্ষয় আড্ডা দিতে বসেন—এ তথ্যও জানিয়েছেন এই অভিনেতা। আনন্দবাজার।
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি