সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ১০:০২:৫৫

মেয়ে হয়েছে শুনে স্ত্রীকে ফোনে তালাক স্বামীর

মেয়ে হয়েছে শুনে স্ত্রীকে ফোনে তালাক স্বামীর

এক্সক্লুসিভ ডেস্ক : জন্ম দিয়েছেন কন্যাসন্তানের। এটাই ছিল অপরাধ। আর তাই পেতে হল শাস্তিও। কন্যাসন্তানের জন্ম হয়েছে শুনে ফোনেই তাকে তালাক দিল স্বামী।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুজ়াফ্ফরনগরে। ওই মহিলার অভিযোগ, মেয়ে হয়েছে শুনেই ফোনে তাকে মানসিকভাবে নির্যাতন করে স্বামী। খরচ বাড়বে বলে রেগে যায়। এর প্রতিবাদ করলে তালাক দেওয়ার কথা বলে ফোন কেটে দেওয়া হয়।

তিন তালাক নিয়ে এর আগে থেকেই ভারতে বিতর্ক জারি রয়েছে। তারই মধ্যে সম্প্রতি এই ঘটনাটি ঘটে মুজ়াফ্ফরনগরে। অভিযুক্তের নাম শাহ নওয়াজ়। সূত্রের খবর, বছর খানেক আগে সে বছর ১৯-এর এক যুবতিকে বিয়ে করে। কিছুদিন পরেই ঘর ছাড়ে শাহ নওয়াজ়। চলে যায় সৌদি আরবে। সেখানে সে গাড়িচালকের কাজ করছিল। পুত্রসন্তান না হওয়ায় আশাহত হয়। রেগে গিয়ে ফোনেই সে স্ত্রীকে তালাকের কখা ঘোষণা করে।

১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে