মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৬:৩১:৪৯

৬০ বছর বয়সেও সন্তানের জন্ম দেন এখানকার মহিলারা!

৬০ বছর বয়সেও সন্তানের জন্ম দেন এখানকার মহিলারা!

এক্সক্লুসিভ ডেস্ক: এখানকার মহিলারা চিরযুবতী। ৬০ বছর বয়সেও সন্তানের জন্ম দেন। তাঁদের যৌবন ধরে রাখার রহস্য কী?

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে অবস্থিত হানজা উপত্যকা হল এমনই একটি স্থান যেখানে মহিলাদের বয়সের তুলনায় দেখতে লাগে কম বয়সি। এমনকী, একজন ৮০ বছরের মহিলাকে দেখতে লাগে ৩০ থেকে ৪০ বছরের। অর্থাৎ কোনও যুবতীকে দেখে যদি প্রেম নিবেদল করার বাসনা জেগে থাকে, তা হলে খুব সাবধান কারণ তাঁর বয়স হয়তো আপনার ঠাকুমার মতোই।

সবচেয়ে মজার ব্যাপার হল এই যে, ৬০ বছর বয়সেও সন্তানের জন্ম দিতে পারেন এঁরা। আর এইসব পরিবারের পুরুষরা বাবা হওয়ার ক্ষমতা রাখেন ৯০ বছর পর্যন্ত। পাকিস্তানের এই স্থানটির জনসংখ্যা প্রায় প্রায় ৮৭,০০০। আর এখানকার মানুষের আয়ু প্রায় ১৫০ বছর।

১০০-এরও বেশি বয়স যাঁদের তাঁরাও দিব্যি সুস্থভাবে জীবন-যাপন করছেন। এখানকার মানুষের প্রতিদিনের জীবনধারার কথা শুনলে অবাক হতে হয়। প্রতিদিন ভোর পাঁচটায় উঠে তাঁরা কাজে লেগে পড়েন, খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত প্রাকৃতিক খাবার। এমনকী শীতকালেও তাঁরা ঠান্ডা জলেই স্নান করেন। আর এটাই হয়তো তাঁদের দীর্ঘায়ু হওয়ার প্রধান কারণ।-এবেলা
১৮ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে