এক্সক্লুসিভ ডেস্ক: বিয়ের সময়ে বাঙালি মেয়েদের কান্না তো দেখেছেন। কিন্তু চিনের তুজিয়া সম্প্রদায়ের মেয়েরা বিয়ের আগের তিরিশ দিন প্রতিদিন একঘণ্টা ধরে কাঁদেন। প্রথম দশ দিনের মাথায় মেয়ের মা তাঁর সঙ্গে কাঁদেন। তার দশ দিন পরে ঠাকুমা যোগ দেন। এইভাবে পরিবারের সব মহিলারা একে একে কনের সঙ্গে যোগ দিয়ে একঘণ্টা ধরে কাঁদেন।-এবেলা
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস