বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০১:০৮:১৩

৬ বছরেই ইউটিউবে ঝড় তুলে লক্ষাধিক টাকা আয় করেছে এই ছোট্ট শিশুটি

৬ বছরেই ইউটিউবে ঝড় তুলে লক্ষাধিক টাকা আয় করেছে এই ছোট্ট শিশুটি

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স মাত্র ছয়। গ্যাস আভেনের উপরে বসানো কড়াই অবধি ভাল করে হাতও পৌঁছয় না তাঁর। তাতে কী? দিব্যি প্রফেশনাল সেফদের মতো ড্রেস পরে, হাজার রকম রান্নার উপকরণ সাজিয়ে, আধভাঙা ইংরেজিতে নানান স্বাদের রেসিপি নিয়ে রোজই আপনার রান্নাঘরে উঁকি মারছে সে। সত্যি সত্যি নয়। সৌজন্যে ‘কিচাটিউব’।

পুঁচকের নিজস্ব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমেই হাতা-খুন্তি সহকারে, তেল-নুন-মশলার ফোড়নে নিজের ভেল্কি দেখায় ছয় বছরের এই খুদে। আর ঘরে বসেই আয় করে লক্ষাধিক টাকা। কেমন সে ভেল্কি? -আনন্দবাজার।
২০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে