এক্সক্লুসিভ ডেস্ক : টানা ৪২ দিন (ছয় সপ্তাহ) ধরে অভিযান চালিয়ে মানুষখেকো একটি বাঘকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের ওয়াইল্ডলাইফ কর্মকর্তারা। কোনোভাবেই বঘটিকে তাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলেও জানান তারা। ফলে বাঘের মৃত্যু রীতিমতো উদযাপন করে এলাকাবাসী।
হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বাঘটির অবস্থান নির্ণয় করা হয়। এই প্রথম একটি বাঘকে নিয়ন্ত্রণে আনতে এতসব ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার করা হয়।
ভারতের উত্তর উত্তরখণ্ড রাজ্যে এই বাঘটি দুই জনকে হত্যা করেছে এবং অন্তত পাঁচজনকে আহত করেছে।
চাষাবাদের এলাকাগুলোতে এই ঘটনা প্রায়শই ঘটা শুরু করায় কৃষকরাও ভয়ে ভুগতে থাকেন। মাঠের ফসল কাটতে গেলেও তারা ভয়ে ছিলেন কখন না বাঘ আক্রমণ করে বসে। ৫০ টি ট্র্যাপ ক্যামেরার সহায়তা নিয়ে মঙ্গলবার সকালে বাঘটিকে হত্যা করা সম্ভব হয়, অবশেষে সেই ভয় থেকে মিললো মুক্তি।
ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি বাঘের বাস। উত্তরখণ্ডের ফরেস্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা বেশ কয়েকবার বাঘটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে বাধ্য হয়ে বাঘটিকে মেরে ফেলে। বাঘটি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিলো।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম