রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ১০:২৬:০৩

তামিল ভাষা বোঝে বাঘ!

তামিল ভাষা বোঝে বাঘ!

এক্সক্লুসিভ ডেস্ক : ‘‌পো’‌ এবং ‘‌ওয়া’‌‌‌। বাইরে যেতে হলে অথবা ভিতরে আসতে এই দু’‌টি শব্দই বোঝে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর সজ্জনগড় জুওলজিক্যাল পার্কে নতুন আসা সাদা বাঘা ‘‌রামা’। কারণ ছোট থেকেই তামিলনাড়ুর ভ্যান্ডালুর চিড়িয়াখানায় বেড়ে ওঠা রামা তামিল ছাড়া অন্য কোন ভাষায় নির্দেশ মানে না। কিন্তু তার নতুন কেয়ারটেকার রাম সিং আবার তামিল বোঝেন না। অথচ প্রথম কোন সাদা বাঘ এসেছে উদয়পুরে। তাই নিরুপায় হয়ে তামিলনাড়ুর ভ্যান্ডালুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আর্জি জানিয়ে আনা হয়েছে ‘‌রামা’-‌র পুরানো কেয়ারটেকার কে চেল্লাইয়াকে। যতদিন না ওই বাঘটি নতুন কেয়ারটেকারের সঙ্গে স্বাচ্ছন্দ্য হচ্ছে, ততদিন উদয়পুরেই থাকবেন তিনি।

তিন সপ্তাহ আগে দু’‌টি নেকড়ে বাঘের পরিবর্তে সাদা বাঘ ‘‌রামা’-‌কে চিড়িয়াখানায় নিয়ে এসেছিলেন উদয়পুর সজ্জনগড় জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। প্রথম দর্শনে উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে সে। তবুও তার নির্দেশ মানা নিয়ে চিন্তায় রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
২৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে