সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০২:২৮:০৩

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জেনে নিন

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জেনে নিন

এক্সক্লুসিভ ডেস্কঃ দাম্পত্য জীবন একঘেয়ে লাগছে?‌ সঙ্গীর সঙ্গে দুরত্ব বেড়েছে?‌ দুশ্চিন্তায় ভুগবেন না। জীবনে সুখ ফেরানোর উপায় জেনে নিন।

❏ ‌সুখী দাম্পত্য জীবনের জন্য মনের মিল জরুরি। দু’‌জনে খোলাখুলি কথা বলুন। পরস্পরের পছন্দ অপছন্দও জেনে নিন।

❏ শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা সঙ্গীর?‌ জোর করবেন না। অনেকেই মুখফুটে নিজের চাহিদার কথা বলতে পারেন না। ঠান্ডা মাথায় কথা বলুন। বুঝে নিন ঠিক কী চান তিনি।

❏ সবসময় মনের মিল নাও হতে পারে। তাই বলে অন্য কারও তুলনা টেনে আনবেন না যেন। এতে হীনম্মন্যতায় ভুগতে পারেন সঙ্গী। মনের কথা ভাগাভাগি করা তো দূর, কথাবার্তাও বন্ধ কমে যেতে পারে।

❏ ভুল বোঝাবুঝি হলে, মনের মধ্যে কষ্ট চেপে রাখবেন না। এতে সঙ্গীর প্রতি বিশ্বাস কমে যায়।

❏ সব সময় নিজেকে নিয়ে ভাববেন না। সঙ্গীর পছন্দকেও গুরুত্ব দিতে শিখুন। ব্যস্ত থাকলেও, কাজের মধ্যে সময় বের করে খবর নিন।

❏ ভালবাসা যেন শরীর শরীর সর্বস্ব না হয়। বরং মন জয় করুন। আপনা থেকেই ধরা দেবেন তিনি।-আজকাল

২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে