সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৭:১৪:৪৩

লেবুর ১০ বিস্ময়কর ব্যবহার জানলে আপনি অবাক হবেন

লেবুর ১০ বিস্ময়কর ব্যবহার জানলে আপনি অবাক হবেন

এক্সক্লুসিভ ডেস্ক : শরবত তৈরি ছাড়া লেবুর আর কী কী ব্যবহার থাকতে পারে? এখানে জেনে নিন লেবুর কিছু দারুণ ব্যবহার।

১. দাগ ওঠাতে : এ কথা অনেকেই জানেন, কাপড়ের দাগ দূরীকরণে লেবুর জুড়ি নেই। তবে চা বা অন্য কিছুর দাগ পড়ার সঙ্গে সঙ্গে লেবু ব্যবহারের ভালো ফল মেলে। এক ফালি লেবু দাগপূর্ণ স্থানটিতে ঘষতে থাকুন। দাগ উঠে যাওয়া পর্যন্ত কাজটি করতে থাকুন। এবার ধুয়ে ফেলুন।

২.  জীবাণুনাশক : এক টেবিল চামচ লেবুর রস প্রাকৃতিক জীবনাণুনাশক। ফল বা সবজিতে ব্যবহৃত কীটনাশক দূর করতে লেবুর রস মিশ্রিত পানিতে তা ভিজিয়ে রাখুন।

৩. কিচেনসামগ্রী পরিষ্কার : রান্নাঘরে ব্যবহৃত কাটিং বোর্ড, চামচ বা চাকু পরিষ্কার করতে লেবু ব্যবহার করুন।

৪. লেটুস পাতার সজীবতায় : রেফ্রিজারেটরে রাখা লেটুস পাতা সজীবতা হারালে এক গামলা ঠাণ্ডা পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এতে লেটুস পাতা রেখে ফ্রিজে ঘণ্টাখানেক রেখে দিন। ব্যবহারের আগে শুকিয়ে নেবেন। একদম তরতাজা হয়ে যাবে।

৫. ফ্রিজের গন্ধ দূর করতে : রেফ্রিজারেটরের বাজে গন্ধ দূর করতে লেবু বেশ কাজের। লেবু ফালি করে ফ্রিজে ছড়িয়ে রাখুন। গন্ধ চলে যাবে।

৬. কীটপতঙ্গের উপদ্রব কমাতে : লেবু ফালি করে কেটে জানালা বা অন্যান্য স্থানে রেখে দিন। এতে পিঁপড়া, তেলাপোকা ও মাছি চলে যাবে।

৭. অ্যাজমা দূর করতে : খাওয়ার আগে প্রতিবার দুই টেবিল চামচ লেবুর রস খান। এতে অ্যাজমার সমস্যা দূর হবে।

৮. তামার পাত্র পরিষ্কার করতে : পাত্রে লেবুর রস নিয়ে ঘষতে থাকুন। হালকা উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

৯. সবজি সাদা রাখতে : সাদা সবজি রান্নার সময়ও পুরোপুরি সাদা থাকবে, যদি চুলায় দেওয়ার আগে এগুলোর ওপর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেন।

১০. গাদ পরিষ্কার করতে : প্রেশার কুকার বা চায়ের কেতলির গাদ পরিষ্কার করতে পাত্রগুলোতে পানি নিন। এর মধ্যে লেবুর চিলতে ফেলে দিন। ফোটানোর পর পানি ফেলে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো হয়ে গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে