বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১০:৩৬:৫০

হদিস মিলেছে ৭০ বছরের পুরনো সেই জ্যামের

হদিস মিলেছে ৭০ বছরের পুরনো সেই জ্যামের

এক্সক্লুসিভ ডেস্ক: খবরটির সঙ্গে যে ছবিটি জুড়ে দেয়া হয়েছে, সেই ছবিটি ক’দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছিল। তবে সেই জরাজির্ন অবস্থায় থাকা গাড়িগুলোর অবশেষে খোঁজ পাওয়া গেছে। ছবিটি মূলত বেলজিয়ামের একটি জঙ্গলে ৭০ বছর যাবত লেগে থাকা একটি দীর্ঘ জ্যামের।

বেলজিয়ামের এই জ্যাম পৃথিবীর সবচেয়ে পুরাতন জ্যাম। যেখানে নিয়মমাফিক গাড়িগুলো একটি অপরটির পেছনে সারিবদ্ধভাবে রয়েছে। তবে ৭০ বছর পুরনো এই জ্যাম কবে নাগাদ ছাড়তে পারে সে খবর কারো কাছে নেই।

জানা যায়, গাড়িগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মার্কিন সেনারা ব্যবহার করেছেন। তবে যুদ্ধের পর গাড়িগুলো এখানে রেখেই তাদের ফিরতে হয়েছে। গাড়িগুলো ৭০ বছর পরও তাই সেভাবেই রয়েছে। কোনো সরকারও এটি সরানোর উদ্যোগ নেননি।

তবে বেলজিয়ামের এই জঙ্গলটিতে গাড়ির পরিমাণ ছিল আরো বেশি। যার অনেকগুলো পাশের বাসিন্দা কর্তৃক চুরির শিকার হয়েছে। -দুনিয়ানিউজ
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে