এক্সক্লুসিভ ডেস্ক : অনেকেই অনেক কারণে বদলান নাম। কেউ ছদ্মনামে সাহিত্যের চর্চা করেন। কেউ আবার ফেসবুকে প্রোফাইল খোলেন অন্য নামে। আবার নাম বদলে রুপালি পর্দার নায়ক হয়েছেন, এমন উদাহরণও কম নয়।
কিন্তু তিনি নাম পরিবর্তন করেছেন অন্য কারণে। বলতে পারেন, টেলিমার্কেটারদের জ্বালায় পড়ে, ফোনে ফোনে ত্যাক্তবিরক্ত হয়ে।
এমন একটা নাম নিয়েছেন ওই ব্রিটিশ ব্যক্তি, যা উচ্চারণ করতে গেলে হোঁচট তো খাবেনই, দাঁত ভেঙে যাবে আপনার।
টেলিমার্কেটারদের কাছে তিনি পরিচিত ‘Tim Pppppppppprice’-এ নামেই। এমন দাঁতভাঙা যদি কারো নাম হয়, খুব ঠেকায় না পড়লে কেউ কি ফোন করবেন একবার? তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম