বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬, ০৩:১৭:৫৮

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আপলোড করায়, দুই ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ দম্পতির

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আপলোড করায়, দুই ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ দম্পতির

এক্সক্লুসিভ ডেস্ক: চুক্তি করেই বিয়ে করতে গিয়েছিলেন দু’জনে। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেশার কথা শুনে বিয়ের দুই ঘণ্টার মধ্যেই চুক্তিভঙ্গ করলেন নববধূ। রেগে গিয়ে তৎক্ষণাৎ বিচ্ছেদের ফরমান শুনিয়ে দিলেন সদ্য হওয়া স্বামী।

সৌদি আরবের এক সংবাদপত্রের সৌজন্যে প্রকাশ্যে আসে এই ঘটনা। যাতে বিবৃতি দিয়েছেন নববধূর ভাই৷ তাঁর বয়ান অনুযায়ী, অগ্রিম চুক্তি করেই বিয়ে হয়েছিল তাঁর দিদির। চুক্তির অন্যতম শর্ত ছিল, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিয়ের কোনও ছবি আপলোড করা যাবে না।

কিন্তু, আবেগের বশে সেই কাজটিই করে বসে তাঁর বোন। বিয়ের কিছু ছবি স্ন্যাপচ্যাটে আপলোড করে দেন আবেগের বশে। এই অপরাধেই তাঁর বিচ্ছেদ হয়েছে। পুরো পরিবারের কাছেই বিষয়টি শোকের বলে জানিয়েছেন সদ্য বিবাহ বিচ্ছিন্নার ভাই। তবে, সবচেয়ে বেশি এতে ভেঙে পড়েছে তাঁর বোনই।-সংবাদ প্রতিদিন

২৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে