বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:১৪:০৫

দিনে ১২,০০০ বার হাঁচি

দিনে ১২,০০০ বার হাঁচি

এক্সক্লুসিভ ডেস্ক : হাঁচিতে হাঁচিতে একেবারে ক্লান্ত।  মিনিটে ২০ বার, ঘণ্টায় ১০০০ বার, দিনে প্রায় ১২ হাজার বার হাঁচি। সেই হাঁচির গার্লের নাম ক্যাটেলাইন থরনেলি।

আমেরিকার টেক্সাসের বাসিন্দা ১২ বছরের এই মেয়ে হাঁচির চোটে কোনও কাজ ঠিক মত করতে পারে না। খেতে অসুবিধা, পড়তে অসুবিধা। স্কুলে পর্যন্ত যেতে পারে না ও।

ওর পরিবারের লোকের ক্যাটেলাইনকে নামজাদা ছয়জন ডাক্তারের কাছে দেখিয়েছে কিন্তু কাজ হয়নি। এক ডাক্তারকে দেখিয়ে তো হাঁচির পরিমাণ আরও বেড়ে গিয়েছিল।

কিন্তু কেন হচ্ছে এমন? ডাক্তাররা সদুত্তর দিতে পারছেন না। তবে এক বিশেষজ্ঞ ক্যাটেলাইনের বাবাকে বলেছেন, অ্যালার্জি, ভাইরাস নয় কোনও মানসিক চাপ থেকে এমন হতে পারে।

১২ বছরের মেয়ে ক্যাটেলাইন বলছেন, 'আমি এখন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি যে, আমি হাঁচি দিচ্ছি।'

৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে