রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১১:০৫:২৩

স্মার্টফোনের সঙ্গে পাল্লা দেবে সেলফি স্টিক!

স্মার্টফোনের সঙ্গে পাল্লা দেবে সেলফি স্টিক!

এক্সক্লুসিভ ডেস্ক : এখন জেন ওয়াই এর প্রথম পছন্দ সেলফি। এসব সেলফি প্রেমিদের জন্য শুখবর নিয়ে এলো ড্রোন এবং ক্যামেরা স্ট্যাবিলাইজেশন স্পেশালিস্ট কোম্পানি ডিজেআই। এই সংস্থা বাজারে নিয়ে এলো স্মার্ট সেলফি স্টিক অসমো মোবাইল হ্যান্ডস। আপনার স্মার্ট ফোনে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে আর আপনি যদি সেলফি তুলতে খুবই ভালবাসেন, তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য আদর্শ।

শুধুমাত্র স্টিল ছবিই নয়, মোবাইলের ইমেজ কোয়ালিটি যদি খুব ভাল হয় তাহলে আপনার ফোনে শ্যুট করতে পারবেন কোনও ইভেন্টও। এই সেলফি স্টিকের নতুন টেকনোলজির ফলে এটি সাম্প্রতিককালের ভিডিও কোয়ালিটিকে অনেকটাই উন্নত করেছে।

এটি একটি ব্যাটারিচালিত গ্যাজেট। একবার চার্জ দিলে প্রায় সাড়ে চার ঘণ্টা ব্যাটারি চার্জ থাকবে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন মাপের এক্সটেনশন। সেলফি স্টিকের পাশাপাশি অসমো মোবাইল লাগানো যাবে ট্রাইপডেও। একেবারে ডিএসএলআর ক্যামেরার মতোই শ্যুটিং করা যাবে এই সেলফি স্টিকের সাহায্যে। শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে একটি ‘বেস’ যাতে মোবাইলটি টেবিলে রেখে ভিডিও কলও করা যাবে। -কলকাতা২৪।
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে