রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬, ১২:৪১:৪৫

মাত্র ৩ বছর বয়সেই পাকা রাঁধুনি এই শিশুটি

মাত্র ৩ বছর বয়সেই পাকা রাঁধুনি এই শিশুটি

এক্সক্লুসিভ ডেস্ক : কিছুদিন আগেই খবর হয়েছিল ৪ বছর বয়সী রাশিয়ান এক মেয়ের ৭টি ভাষায় কথা বলতে পারদর্শীতার কথা। সেই খবরের রেশ না ফুরাতেই এবার জানা গেলো ওলেনকা নামের তিনবছর বয়সী আরেক রাশিয়ান মেয়ের রান্নার বিরল প্রতিভার কথা।

ওলেনকা নামের এল পিচ্চি মেয়ে একাই রান্নাঘর সামাল দিচ্ছে। তাও দারুণভাবে একদম অভিজ্ঞ শেফের মতো। মজাদার নানা পদের রান্না করে সে এরই মধ্যে বনে গেছে সেলিব্রেটি।

ওলেনকা বাবা-মা রাশিয়ার রাজধানী মস্কোর বাসিন্দা। ওলেনকার মা অ্যান জানিয়েছেন, ওর বয়স যখন মাত্র ৮ মাস তখন থেকেই সে খাবারের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। তখন তার গিন্নিপনার শুরুটা হয় ময়দার কাঁই করা আর সেদ্ধ আলুর ভর্তা করার মধ্য দিয়ে। শুরু থেকেই মা অ্যান তার মেয়ের রান্নাপ্রীতির প্রতি সহায়তার হাত বাড়াতে থাকেন। এভাবে অল্পদিনেই ওলেনকা নানা ধরনের রান্নায় পারদর্শী হয়ে ওঠে।
 
এখন এই তিনবছর বয়সে গোটা রান্নাঘর সে একাই সামাল দিতে পারে পিচ্চি ওলেনকা। বড়দের সহায়তার একদমই দরকার  হয় না তার। ওলেনকা এখন একজন পুরোদস্তর শেফের মর্যাদা কুড়িয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ওর রান্নারত ভিডিও এর ছবি ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী।
৩০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে