এক্সক্লুসিভ ডেস্ক: তার রূপের জাদুতে মুগ্ধ সকলে। মডেলিং থেকে অবসর নিয়েছে এই কিছু দিন হল। সৌন্দর্যে পিছনে ফেলে দিতে পারে যে কোনও তাবড় সুন্দরীদের। কালো রঙের রেশমি লম্বা লোমের এই স্টাইলিশ কুকুরটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তার ছবি ইন্টারনেটে এখন ভাইরাল। কুকুরটির ছবি দেখে আপনিও ওর প্রেমে পড়ে যেতে বাধ্য। তার শরীরের ঘন বাহারি লোম সবাইকে অবাক করেছে। ইন্টারনেটে তার ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেলেব্রিটি হয়ে গিয়েছে সে। এক নজরে দেখে নিন তার ছবি এবং কিছু তথ্য।-আনন্দবাজার
৩০ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস