সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৭:২৪:৪৩

বিশ্বযুদ্ধ আসন্ন! ঠেকাতে সুবিশাল রোবট বাহিনী

বিশ্বযুদ্ধ আসন্ন! ঠেকাতে সুবিশাল রোবট বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ আমেরিকা রাশিয়ার জন্যে হুমকি হয়ে উঠছে! এরই মধ্যে সীমান্তে নজিরবিহীনভাবে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করছে ন্যাটো। ন্যাটো এবং আমেরিকাকে যাতে পালটা জবাব দেওয়া যায়, সেজন্যে ইতিমধ্যে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে মস্কো। গত কয়েকদিনে লাগাতার শক্তিপরীক্ষা চালাচ্ছে রাশিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আরও একধাপ এগিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের প্রতিরক্ষার জন্য ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন।

এর আগে, রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন বলেছেন, রুশ প্রতিরক্ষায় ব্যবহারের ক্ষেত্রে আমাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সেকেলে হয়ে পড়েছে। এ ছাড়া, বিশাল রুশ ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা খুবই অল্প হওয়ায় দেশটির ভৌগলিক সার্বভৌমত্ব রক্ষা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে।  এ ছাড়া, সিরিয়ার যুদ্ধ প্রমাণ করেছে যে রোবট প্রযুক্তির ওপরই ভবিষ্যৎ যুদ্ধ নির্ভর করবে। অনিবার্য প্রয়োজনের তাগিদেই রাশিয়া চৌকস অস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে সাইবেরিয়ার এক ছাত্র সমাবেশ তিনি বলেছেন।

আর এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন রোবট ট্যাংক বহর মোতায়নের প্রস্ততি নিচ্ছেন। রোবট ট্যাংক দেওয়াল বাইতে পারবে এবং রুশ সেনাবাহিনীকে নতুন করে সামরিক সরঞ্জাম দেওয়ার অংশ হিসেবে এই বহর মোতায়েন করা হবে। রুশ বাহিনীকে নতুন যে অস্ত্র দেওয়া হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলে রোবট পরিচালিত ক্যাটারপিলার। বাধা অপসারণসহ নানা কাজে ব্যবহার যোগ্য খাজকাট ধাতুপাতের বেলযুক্ত ট্যাক্টর বা ক্যাটারপিলার। এমসিপি ৩০০ নামের এ ক্যাটারপিলার ৩০০ কেজি ওজনের সরঞ্জাম বহন করে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে ছুটতে পারে। রাশিয়ার রোবট বিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে এমসিপি ৩০০ প্রয়োগ মূল্যায়ন করে দেখেছে।

পরমাণু, জৈব এবং রাসায়নিক অস্ত্রের হামলার পরও নতুন এই যন্ত্র অনায়াসে তৎপরতা চালাতে পারবে। এতে রুশ সেনাদের জীবন বিপন্ন করে তৎপরতা চালানোর প্রয়োজন পড়বে না। প্রয়োজন অনুসারে নানা অস্ত্র এবং তথ্য যোগাড়ের জন্য স্পর্শক বা সেন্সর এতে বসানো যাবে। এ দিয়ে ত্রাণ এবং নজরদারির কাজও চালানো যাবে।-কলকাতা২৪
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে