সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ০৮:১৯:৪৬

মঙ্গলে মিলল জীবজন্তুর হাড়! নাসার ফুটেজে চাঞ্চল্য

 মঙ্গলে মিলল জীবজন্তুর হাড়! নাসার ফুটেজে চাঞ্চল্য

এক্সক্লুসিভ ডেস্ক: লাল গ্রহে জীবনের স্পন্দন! মঙ্গল গ্রহে নাসার ক্যামেরায় ওঠা নয়া ফুটেজে দেখা এক অদ্ভূত বস্তুকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা।  নাসা -র এক ফুটেজে দেখা যাচ্ছে মঙ্গলের মাটিতে রয়েছে জীবজন্তুর হাড় ও মাথা! অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া এক ছবিতে এমনটাই দেখা যাচ্ছে। অনেকের দাবি এটা মৃত ভালুকের দেহাবশেষ।

' উইএফও আছে', এমন মতবাদ প্রচারে ব্যস্ত থাকা এক বিজ্ঞানী বলছেন, 'ফুটেজটা ভাল করে দেখলাম। আমার বেশ ইন্টারেস্টিং লাগল। পরিষ্কার ওটা কোনও জন্তুর মাথা। বা এটাও হতে পারে ওটা কোনও  ভগ্ন মূর্তি। যেটা থেকে প্রমাণ হয় ওখানে ভিনগ্রহের মানুষ থাকে।'

অবশ্য নাসা এসব খবরকে উড়িয়ে দিচ্ছে।  নাসার বিজ্ঞানীরা বলছেন, 'ওটা কিছুই নয়, ভিডিও-তে অনেক সময় টেকনিক্যাল কারণে এমন জিনিস দেখা যায়,অতীতে এমন জিনিস দেখা গিয়েছে।'-জিনিউজ
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে