এক্সক্লুসিভ ডেস্ক: ১৯৫০ সাল। মিলি টেলর মরিসন নামের এক মডেল জনপ্রিয় হয়ে উঠছেন। এখন ৮৬ বছর বয়সে এসেও তিনি সৌন্দর্য, জৌলুস কিছুই হারিয়ে ফেলেননি। সেজেগুজে বসে পড়েছেন আর এক বার বিয়ের পিঁড়িতে। জীবনের এই পর্যায়েও তাঁর মন যেন কচিকাঁচাদের মতোই তাজা। নাতনিরা আদর করে ঠাম্মাকে ডাকে নানা মিলি। ১৯৯২ সালে শেষ হয়ে যায় তাঁর ৪১ বছরের বিবাহ জীবন।
কিন্তু তাতে কী, মন যখন চাঙ্গা দুটো মনের মিলন ঘটতে দোষ কোথায়! তখনও এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেননি যখন মডেল ছিলেন। নাতনিরা ফেসবুকে মিলির বিয়ের ছবি পোস্ট করতেই তিনি জনপ্রিয় তো হলেনই, সঙ্গে হয়ে উঠলেন ভাইরালও। এক নজরে দেখে নেওয়া যাক মিলির বিয়ের কিছু সুন্দর মুহূর্ত।-আনন্দবাজার
০১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস