এক্সক্লুসিভ ডেস্ক: বয়স বা স্ত্রী-দুটিরই সেঞ্চুরি চান নাইজেরিয়ার বাসিন্দা মহম্মদ বেলো আবুবকর। তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭। নিজের বয়স ৯২ বছর। এখানেই না থেমে আরও বিয়ে করতে চান আবুবকর। একই সঙ্গে শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে থাকতে চান ১০০ বছর।
আবুবকর পেশায় ধর্মগুরু। বিয়ের সেঞ্চুরি হলেও বউয়ের সেঞ্চুরি হয়নি আবুবকরের। তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এই মুহূর্তে সন্তান সংখ্যা ১৮০। একবার তাঁকে বহুবিবাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই আবুবকর ফের বিয়েতেই মন দেন। বুঝিয়ে দেন তিনি থামবার পাত্র নন। বরং পাত্র হিসাবে কনের সামনে বসতেই তাঁর আগ্রহ বেশি।
আবুবকর বলছেন, ‘যদি শরীর ক্ষমতা থাকে এবং স্ত্রীদের প্রতিপালন করার আর্থিক জোর থাকে, তবে বহুবিবাহে আপত্তি কীসের!’ তাই বয়সের সেঞ্চুরির পাশাপাশি স্ত্রী’র সংখ্যাতেও ১০০ পেরিয়ে যেতে চান নিজেকে ‘সমাজসেবী’ বলে দাবি করা আবুবকর।-আজকাল
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ