বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০১:২৬:৩৪

৯০ মিনিটের রাস্তা ৬ মিনিটেই নিয়ে যাবে উবের-এর উড়ন্ত গাড়ি

৯০ মিনিটের রাস্তা ৬ মিনিটেই নিয়ে যাবে উবের-এর উড়ন্ত গাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক: ৯০ মিনিটের দূরত্ব পার করে ফেলবেন ৬ মিনিটেই। এমন পরিষেবা নিয়ে আসছে উবের। কিন্তু এত লম্বা ট্রাফিক জ্যাম, সিগন্যাল কাটিতে এত দ্রুত পৌঁছনো কিভাবে সম্ভব? অবশ্যই রাস্তা দিয়ে নয়, আকাশপথেই পৌঁছে দেবে উবের। এবার ফ্লাইং কার নিয়ে আসছে এই ক্যাব পরিষেবা সংস্থা।

এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে উবের এলিভেট। এক বিশেষ ধরনের ছোট এয়ারক্রাফট ব্যবহার করা হবে এই পরিসেবায়। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি একটি ছোট ইলেকট্রনিক এয়ারক্রাফট যা উলম্বভাবে মাটি থেকে উড়বে, নামেও একইভাবে। থ্রি ডায়মেনশনাল এয়ারস্পেস ব্যবহার করে উড়বে এটি। রাস্তার জ্যাম, এড়াতেই এমন পরিসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে উবের।

এই উদ্যোগ নিয়ে রীতিমত চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে উবের। সাদা কাগজে এই ফ্লাইং কারের আউটলাইনও তৈরি করে ফেলেছে তারা। আগামী পাঁচ বছরের মধ্যেই এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।-কলকাতা২৪

 নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে