বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০১:৩১:২৭

নারীদের ধর্মযাজক হওয়ার বিষয়ে যা বললেন পোপ ফ্রান্সিস

নারীদের ধর্মযাজক হওয়ার বিষয়ে যা বললেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক : নারীরা কখনও রোমান ক্যাথলিক চার্চ-এর যাজক হতে পারবেন না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণা আর্জেন্টাইন বংশোদ্ভূত বর্তমান পোপের অবস্থানের কোনও পরিবর্তন নয়। কারণ এর আগেও তিনি এমন মন্তব্য করেছিলেন।

সবসময়ই তিনি বলে আসছেন, নারীদের যাজক হওয়ার পথ রুদ্ধ। সংবাদ সম্মেলনে এক সুইডিশ সাংবাদিকের প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা স্থায়ী হওয়া উচিত।

মঙ্গলবার সুইডেন থেকে রোমের ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নারীদের পোপ হতে না পারার বিষয়ে ১৯৯৪ সালের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘সেইন্ট পোপ দ্বিতীয় জন পল সর্বশেষ এ বিষয়টি পরিষ্কার করেছেন এবং এটা বহাল রয়েছে, এটা বহাল রয়েছে।’

এ সময় পোপকে প্রশ্ন করা হয়, নারীরা কি কখনো পোপ হতে পারবেন না? কখনোই না?

উত্তরে পোপ ফ্রান্সিস বলেন, আপনি যদি সেইন্ট দ্বিতীয় জন পলের ঘোষণা ভালোভাবে পড়ে থাকেন তাহলে সেই নির্দেশনা এখনও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নারীরা অন্য অনেক কাজে পুরুষের চেয়ে অপেক্ষাকৃত ভালো করতে পারেন।

যাজক হিসেবে সবসময়ই পুরুষদের নির্বাচিত করায় বারবারই প্রশ্নের মুখে পড়েছে চার্চ। কয়েকশ বছর থেকেই যাজকের দায়িত্ব গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন নারীরা। সূত্র: দ্য গার্ডিয়ান।
০২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে