বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৯:১০:৫২

৮ বছর বয়সী বালকের বিস্ময়কর আবিষ্কার!

৮ বছর বয়সী বালকের বিস্ময়কর আবিষ্কার!

এক্সক্লুসিভ ডেস্ক : 'বিস্ময় বালক' বললেও বোধহয় কম বলা হয়। মাত্র আট বছরে কেউ যদি রোবট বানিয়ে ফেলে, তৈরি করে ফেলে সৌরিশক্তিচালিত নৌকো, তার প্রতিভা নিয়ে কি সন্দেহ থাকতে পারে?

প্রাথমিক পাঠের বয়সেই এ ছেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। যার জন্য শুধু তারিফ বোধহয় যথেষ্ট নয়। চেনেন সেই অঙ্গদ দারিয়ানিকে? অঙ্গদ নিজের পরিচয় দেয় 'মেকার' বলে। ১৫-র এই কিশোর স্কুলের গণ্ডি পেরোনোর আগে নিজের একটি কিট কোম্পানিও খুলে ফেলেছে, নাম DIY, ভাবা যায়!

বিস্ময়ের আর বাকি আছে। তার তৈরি থ্রিডি প্রিন্টার ব্যবহার করে মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। মাত্র তেরো বছর বয়সেই এই থ্রিডি প্রিন্টার বানিয়ে ফেলেছিল অঙ্গদ। আর পনেরোয় বানানো তার ভার্চ্যুয়াল ব্রেইলার (ই-রিডার) এই কম্পিউটার নির্ভর যুগে দৃষ্টিহীনদের কয়েক ধাপা এগিয়ে দিয়েছে। ইন্ডিয়া টাইমস

০২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে