বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০১:৩৩:২৯

এবার ব্যাটারিচালিত ট্রেন তৈরি করলো চীন!

এবার ব্যাটারিচালিত ট্রেন তৈরি করলো চীন!

ক্সক্লুসিভ ডেস্ক: সাধারণত ডিজেল কিংবা ইলেকট্রনিক মাধ্যমেই ট্রেন চলে। কিন্তু চীন এবার তৈরি করেছে এমন একটি ট্রেন। যা চলবে ব্যাটারির মাধ্যমে। যা বিশ্বে আগে কখনো দেখা যায়নি।

এই ব্যাটারিচালিত ট্রেনটি অনেকটা রোলার কোস্টারের মতোই যাত্রীদের বয়ে নিয়ে যাবে। যা ইলেকট্রিক কিংবা ডিজেলচালিত ট্রেনের চেয়ে অনেকটা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বলে দাবি করেছেন এর নির্মাতারা।

সম্প্রতি ব্যতিক্রমী এই ট্রেনের প্রদর্শনী হয়েছে চীনের শেংডু এলাকায়। বর্তমানে এই ট্রেনটি ঘন্টায় ৩৭ মাইল বেগে ছুটতে পারে এবং ১২০ জনের মতো যাত্রী বহন  করার সক্ষমতা রাকবে।

তবে কবে নাগাদ এর যাত্রা শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই যে ট্রেনটির পরীক্ষামূলক কাজ চলবে তার ইঙ্গিত পাওয়া গেছে।

পিপলস ডেইলি চায়নাকে ট্রেনটির প্রধান ডিজাইনার জাইওয়ানমিং জানিয়েছেন, ইলেকট্রিক ও ডিজেলচালিত ট্রেনের চেয়ে এই ট্রেন হবে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পূর্বে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা ট্রেনটির রয়েছে কি না সেটি নিশ্চিত করতে পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে।
৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে