বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ১০:১০:৫০

এই প্রথম! নকল চোখেই দুনিয়া দেখলেন মহিলা

এই প্রথম! নকল চোখেই দুনিয়া দেখলেন মহিলা

এক্সক্লুসিভ ডেস্ক: অন্ধজনের চোখে আদৌ কি আলো ফেরানো সম্ভব? বায়োনিক চোখের সফল প্রতিস্থাপনের পর এ বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গবেষকরা। সাত বছর আগে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা ওই মহিলা বায়োনিক চোখ প্রতিস্থাপনের পর বস্তুর আকার বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন রংও। আশাতীত এই সাফল্যে উত্‍‌ফুল্ল গবেষক দলটি।

লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি ক্য়ালিফোর্নিয়ার ওই গবেষকরা বছর তিরিশের এক দৃষ্টিহীন মহিলার মস্তিষ্কে অস্ত্রোপচার করে ওয়ারলেস ভিস্যুয়াল স্টিমুলেটর চিপ বসিয়ে দেন। যার দৌলতে ওই মহিলা এখন রংরেখা, দাগ, সিগন্যাল সবকিছু দেখতে পাচ্ছেন। একটি কম্পিউটার থেকে সেইসব সিগন্যাল ও রেখা মস্তিষ্কে বসানো চিপে পাঠানো হচ্ছিল। মানুষের মস্তিষ্কে তাঁকে দিয়েই প্রথম পরীক্ষা করে দেখা হল।

এই প্রযুক্তিতে সরাসরি সিগন্যাল পাঠিয়ে মস্তিষ্কের ভিস্যুয়াল কর্টেক্সকে উদ্দীপিত করা হচ্ছে। ডিভাইসটির নির্মাতারা জানিয়েছেন, গ্লুককোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ক্যানসার বা ট্রমা থেকে যাঁরা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, তাঁদের কথা ভেবেই এটি তৈরি হয়েছে।
২০১৭ সালের মধ্যে FDA-র অনুমোদন মিলবে বলে মনে করা হচ্ছে।-এই সময়
৩ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে