এক্সক্লুসিভ ডেস্ক: রাত তখন গভীর থেকে আরও গভীর হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। আকাশের ঘন নীলে যেন মুখ লুকিয়েছে জলাধার। সুইমিং পুলে শরীর ডুবিয়ে চলছে প্রেম। কল্পনাও করতে পারেননি ওই সুইমিং পুলেই লুকিয়ে আছে ৬ ফুট দৈর্ঘ্যের কুমির। হঠাৎ অতর্কিত হামলা। প্রেম যুগলের দিকে এগিয়ে আসে দীর্ঘকায় কুমির।
প্রথমে কিছুই বুঝতে পারেনি ওই যুগল, মুখ হা করতেই যেন আকাশ ভেঙে পড়ল। আলিঙ্গনরত অবস্থা থেকে সম্বিত ফেরে প্রেমিক প্রেমিকার। দুজন দুজনকে ছেড়ে কোনও মতে প্রাণে বাঁচার চেষ্টা করে। প্রেমিক আগেই সুইমিং পুলের ওপরে উঠে যায়। কোনও মতে প্রাণ বাঁচে প্রেমিকা। এই সমস্ত ঘটনাই ধ্রা পরেছে সিসিটিভিতে।-জিনিউজ
০৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ