শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০২:২২:৩১

জানেন, বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যাবহারকারী কতজন?

জানেন, বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যাবহারকারী কতজন?

এক্সক্লুসিভ ডেস্ক: ২ নভেম্বর বছরের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ওই সময় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ কোটি যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। অর্থাৎ বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে।

ইন্টারনেট নজরদারির ওয়েবসাইট ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই মাস পর্যন্ত হিসেবে ধরলে বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৪২ কোটি। অর্থাৎ, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৫২ শতাংশই প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন।

২০১৫ সালের জুলাই মাসে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, বিশ্বের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু এবারে সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ শতাংশের বেশি হয়ে গেছে বলে দাবি করেছে ফেসবুক।

এর মধ্যে শুধু মোবাইল ফোন থেকে মাসিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ, মোবাইল ডিভাইস থেকে ফেসবুক ব্যবহারকারীও ৫০ শতাংশের বেশি হয়ে গেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সাশ্রয়ী স্মার্টফোনের ব্যবহার ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর ফলে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। যে ৪৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এখনো ফেসবুকের বাইরে আছে তাদেরও ফেসবুকে আনতে চেষ্টা করছে ফেসবুক। বিশ্বের অনেকের কাছেই এখন ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে পার্থক্য নেই। উন্নয়নশীল দেশের অনেকেই ইন্টারনেট বলতে শুধু ফেসবুককেই বোঝেন। প্রথম আলো, কোয়ার্টজ, ওয়াশিংটন পোস্ট।
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে